শিবগঞ্জে কীটনাশকের দোকান অগ্নিকান্ডে ভষ্মিভূত

শনিবার :: ০৩.০৩.২০১৮

শিবগঞ্জে কীটনাশকের দোকান অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও দাবি করেন দোকানের মালিক। গতকাল দিবাগত গভীর রাতে পৌর এলাকার ভাঙাব্রীজ নামক এলাকায় মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের একটি দোকানে আগুন লেগে এ ক্ষয়ক্ষতি হয়েছে। মেসার্স মুন্তাজ এন্ড সন্স নামের দোকানের প্রোপ্রাইটর মুনিরুল ইসলাম জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে থাকা কীটনাশক সার, মোটরসাইকেল, ডিজেল তেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার দোকানে থাকা রড, সিমেন্ট ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণের ব্যপক ক্ষতি হয়। তিনি দাবি করেন-এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এবিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অগ্নিকান্ডে দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …