
শিবগঞ্জে নবনির্মিত নাহার মনির কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানসহ অন্যান্যরা ।