শিবগঞ্জে একই পরিবারের ২ প্রতিবন্ধী পেল খাদ্য সামগ্রী-নগদ অর্থ

শিবগঞ্জে একই পরিবারের দুই প্রতিবন্ধী ছেলেকে চাল, ডাল, তেল, আলু, লবন, ছোলা, পেঁয়াজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে ওই প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। জানা গেছে- চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে দিনমজুর রশুদ্দীন মিয়া দুই ছেলে শারীরিকভাবে অক্ষম। আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমশিম খেতে হয় তাকে। শুধু তাই নয়, এক ছেলে তামিমকে দুই বছর থেকে বাঁশের বেড়া দিয়ে বন্দি করে রাখা হয় এবং অমিত ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। খবর পেয়ে দুপুরে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে যান ইউএনও। এ সময় দিনমজুর রশুদ্দীন মিয়া ও তার স্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ উপজেলা যত অসহায় মানুষ রয়েছে, তাদের প্রত্যেকের খোঁজখবর নেয়ার চেষ্টা করি মাত্র। যতটুকু পারি সহযোগিতা করার ধারাবাহিকতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ্। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞাসহ ইউপি সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top