
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার উজির ইউনিয়নের জিলানী মোড়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন তোহিদুল আলম টিয়া, উজিরপুর ইউপি সদস্য সাদিকুল ইসলাম ও রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।