বৃহস্পতিবার :: ০৬.০২.২০২০।।
শিবগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক ৩টি অভিযানে ৭৫০ পিস ইয়াবা, ২১১ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গতকাল দিনব্যাপী অভিযানগুলো চালানো হয়। অভিযানগুলোর ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। আজ দুপুরে ৩ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকার ইজুবুরের ছেলে এনামুল, চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লার মৃত ইলিয়াস আহমেদের ছেলে শাহীন ও প্রফেসরপাড়া মহল্লার আজগর আলীর ছেলে সুমন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) আবদুল্লাহ জাহিদ জানান, গতকাল সন্ধ্যায় শিবগঞ্জের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে সাড়ে সাতশত পিস ইয়াবাসহ গ্রেফতার হন এনামুল।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান খান জানান,বুধবার শিবগঞ্জের নীচু ধমি এলাকা থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও কুড়ি বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন শাহীন ও সুমন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান জানান,বুধবার বিকেলে সোনামসজিদ বিওপি টহলদল সীমান্তের ৫০ গজ ভেতরে মধ্যবাজার শ্মশান ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১৯১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।