বৃহস্পতিবার :: ২১.০৯.২০১৭
শিবগঞ্জে আটরশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের উপর জগন্নাথপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে দোয়েল আলী , একই গ্রামের গাজলুর ছেলে রাকিবুদ্দিন ওরফে বিশু ও তার সহোদর ভাই এম আলী। শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আজ বিকালে উপজেলার ঐ গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দোয়েল, রাকিবুদ্দিন ও এমকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।