শিবগঞ্জে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৬ তরুনী বরসহ ১১ জনের দন্ড।

শুক্রবার ঃঃ ১৭.০২.২০১৭
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দিনভর চলা অভিযানে ৪টি ইউনিয়নের বন্ধ করা হয়েছে ৬টি বিয়ে। এ সময় বাল্যবিয়ে আয়োজনের দায়ে বর, বর-কনের বাবা-মা, চাচা, দুলাভাই, ভাবী-সহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- প্রাপ্তরা হলেন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কনের ভগ্নিপতি শরীফ উদ্দিন, কনের ভাবী উল্লাশী বেগম, নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় গ্রামের কনের পিতা হাবিব আলি, একই ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বর মোত্তালেব হোসেন, কনের মাতা নাসরিণ বেগম, দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের কনের মাতা আরিফা বেগম, চাচাতো ভাই মিলন,একই গ্রামের কনের চাচাতো ভাই রোজবুল হক। তবে এই বিয়ের পিড়িতে বসা কিশোরীদের মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দিনভর পরিচালিত এ অভিযানে মোট চারটি ইউনিয়নে ছয়টি বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়। এর ফলে ছয় জন মেয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পায়। তিনি আরো জানান, বাল্যবিবাহ আয়োজনের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও সরকারি দায়িত্ব প্রতিপালনে বাঁধা প্রদান ও অসহযোগিতার জন্য চার জনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান ভবিষ্যতেও বাল্য বিয়ের দায়ে অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে চাঁপাইনবাবগেঞ্জর জেলা প্রশাসক মাহামুদুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, জেলায় বাল্য বিয়ে বন্ধ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি এবং প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে এটি অব্যহত থাকবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …