রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলার ১২টি মাদরাসা থেকে ২০০ জন পরীক্ষার্থী পাশ করেছে। মাদরাসাগুলো হলো শিবগঞ্জ ফাযিল মাদরাসা, রাধাকান্তপুর ফাযিল মাদরাসা, চাতরা ফাযিল মাদরাসা, হাজি এশান কামিল মাদরাসা, কানসাট ফাযিল মাদরাসা, নামোটিকরী আলিম মাদরাসা, ছত্রাজিতপুর ফাযিল মাদরাসা, তেলকুপি আলিম মাদরাসা, তোহাখানা আলিম মাদরাসা, বিনোদপুর আলিম মাদরাসা, ভবানিপুর ফাযিল মাদরাসা, ও চৈতন্যপুর আলিম মাদরাসা। কেন্দ্র সচিব জোবদুল হক জানান, শিবগঞ্জ উপজেলার ১২টি মাদরাসা থেকে ৩৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২০০ জন পাশ করেছে। যা পাশের হার প্রায় ৬০শতাংশ।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …