
শিবগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর হতে তর্তিপুর ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ উপলক্ষে আলিডাঙা মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।