শিবগঞ্জে আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোমবার :: ১৯.০৩.২০১৮

শিবগঞ্জ চককীর্ত্তি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এ প্রশিক্ষনের আয়োজন করে। আজ সকালে প্রশিক্ষণ কর্মশালায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চককীর্ত্তি ইউনিয়নের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম। কর্মশালায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রায় অর্ধ শতাধিক আম চাষীর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ। প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য দেন আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র বুড়িরহাট রংপুর এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দীনসহ অন্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …