শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ১ ব্যবসায়ী আটক

মঙ্গলবার::২২-০৮-২০১৭

শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ডসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলো- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের রাইশুদ্দিনের ছেলে আমিন আলী। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সরদারটোলা এলাকায় অভিযান চালিয়ে আমিন আলীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে কোমরে থাকা ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আমিন আলী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …