বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.আতাউর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা নিরাপত্তা, নাশকতা সৃষ্টিকারী, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ-মাদক, যানযট, চোরাচালান ও বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।