শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ একজন আটক

শিবগঞ্জে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রবিউল ইসলাম নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে। আজ বিকেলে ডিবি পুলিশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে একটি দল শিবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী রবিউল ইসলামের দেহ তল্লাশী করে তার কোমর থেকে ১টি বিদেশি পিস্তুল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক রবিউল ইসলামকে অস্ত্র মামলায় আটক দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top