শুক্রবার ঃঃ ২৪.০৩.২০১৭
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট কলাবাড়ি এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ সাদেকুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর হুদমা গ্রামের মেরাতুল ইসলামের ছেলে। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক গৌতম চন্দ্র মালীর নেতৃত্বে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদেকুল পুলিশের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ঐসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।