শনিবার :: ০৭.০৪.২০১৮
শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শতাধিক দুস্থ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, চককির্তি ইউপি সদস্য দাউদ আলীসহ অন্যরা।