শিবগঞ্জে অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

শনিবার :: ০৭.০৪.২০১৮

শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শতাধিক দুস্থ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, চককির্তি ইউপি সদস্য দাউদ আলীসহ অন্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …