শিবগঞ্জে অবৈধ কারেন্ট-চায়না দুয়ারী জাল ধ্বংস

শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। আজ সকালে উপজেলার সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাহাপাড়া বাজার ও মনোহরপুর বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহাপাড়া বাজার থেকে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মনোহরপুর বিল থেকে ৩টি চায়না দুয়ারী-রিং জাল জব্দ করা হয়। তিনি আরও জানান, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। পরে মনোহরপুর মাঠে প্রকাশ্যে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top