শনিবার::০৪.০২.২০১৭
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ইউপি সচিব তৌহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া মোবারকপুর, নয়ালাভাঙা, ঘোড়াপাখিয়া ইউনিয়নে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির কাজ পরিদর্শনসহ ১৫টি ইউনিয়নে একইভাবে এ কর্মসূচি চালু করা হয়।