শনিবার :: ১০.০৩.২০১৮
শিবগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৯ বছরের ১ শিশু ও ৩টি গরুর মৃত্যু হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ পৌরসভার মরদানা হঠাৎপাড়া গ্রামের সুমন আলির ছেলে নবী আহম্মেদ। প্রত্যক্ষদর্শী তৌফিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতরাতে মরদানা হঠাৎ পাড়া গ্রামের এজাবুল হকের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে রাখা ধুপের আগুন থেকে রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এ সময় ঐ গোয়াল ঘরে শুয়ে থাকা এজাবুলের স্ত্রী ও নাতী নবী আহম্মেদ ঘুমিয়ে ছিল। অগ্নিকান্ডের সময় ঐ ঘরে থাকা এজাবুলের স্ত্রী ও বাড়ির অন্যান্য ঘর থেকে সবাই বেরিয়ে গেলেও শিশু নবী ও গোয়াল ঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান মশা তাড়ানোর জন্য ধুপের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল মজিদ আকন্দ জানান, এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩লাখ টাকা ।