বৃহস্পতিবার ঃঃ ০৯.০৩.২০১৭
শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক হরিপুর পঁচা বাজার গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে নগদ ৭৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। আজ বিকেলে গুলনাহার-কশিমুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে চক হরিপুর পঁচা বাজার গ্রামের আবদুস সালামের ছেলে রবিউল, মোজাহার, আবদুল মান্নান, মোজাফ্ফর আলীর ছেলে তোজাম্মেল, মুনসুরের ছেলে এমরান আলী, এন্তাজের ছেলে এজাবুল ও আবদুল কুদ্দুসের ছেলে ধুলু আলীকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন শিবগঞ্জের কৃতিসন্তান ও ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম, বিপিএম। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে তোজাম্মেল হকের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডে সাতটি বাড়ি পুড়ে যায়।