শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান।

বৃহস্পতিবার ঃঃ ০৯.০৩.২০১৭

 

শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চক হরিপুর পঁচা বাজার গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে নগদ ৭৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। আজ বিকেলে গুলনাহার-কশিমুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে চক হরিপুর পঁচা বাজার গ্রামের আবদুস সালামের ছেলে রবিউল, মোজাহার, আবদুল মান্নান, মোজাফ্ফর আলীর ছেলে তোজাম্মেল, মুনসুরের ছেলে এমরান আলী, এন্তাজের ছেলে এজাবুল ও আবদুল কুদ্দুসের ছেলে ধুলু আলীকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন শিবগঞ্জের কৃতিসন্তান ও ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম, বিপিএম। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে তোজাম্মেল হকের রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডে সাতটি বাড়ি পুড়ে যায়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …