শুক্রবারঃ ১৩.০১.২০১৭
শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭টি ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ্যদের বরাত দিয়ে দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু জানান অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান জানান, আজ বিকেলে মনোহরপুর গ্রামের সাদিকুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি বাড়ির ১৭টি ঘর পুড়ে যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থ্যরা হলেন- জাব্বার আলি, সাদিকুল মাস্টার, ,জাব্বার আলি,ধুলু,সেলিম, আলিম,জামাল, রফিক,আজিজুল হক জুমেনসহ আরো কয়েকজনের ১৭টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ম্যান আলিম আনসারী জানান, সংবাদ পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে যাবার সময় রাস্তা খারাপের জন্য পানির গাড়ি ফিরে এসেছে। তবে ছোট গাড়িটি সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রন করে।