শুক্রবার :: ০৩.০১.২০২০।
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে অবস্থিত গণকবর দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। গতকাল সন্ধ্যায় হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওই গণকবর পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ওই এলাকার যুদ্ধ অপরাধ মামলার বাদী বদিউর রহমান, গণহত্যার প্রত্যক্ষদর্শী জেন্টু আলী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষদের সাথে আলাপকালে সাংসদ এই প্রতিশ্রিæতি দেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের নাম স্মরণীয় করে রাখতে ও গণকবর বিষয়ে গুরুত্ব দিয়েছেন। শহীদ পরিবারগুলোর যথাযথ মর্যাদার ব্যবস্থা করেছেন। সেই প্রেক্ষিতে তিনি এই গণকবর পরিদর্শন করছেন। সাংসদ বলেন, গণকবরে ইউনিয়নের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের নাম ফলক নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, গণকবর সংস্কার সম্পন্ন হতে কিছু সময় লাগবে। তবে কাজ দ্রæত আরম্ভ করা হবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে এই ইউনিয়ন ও আশপাশের এলাকায় পাক হানাদার ও তাদের এদেশীয় দোসররা কয়েকদফা গণহত্যা চালায়। এসময় নিরীহ অনেক মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এছাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় মুক্তিযোদ্ধা, শহীদ ও সাধারণ মানুষের বাড়িঘর।