শিবগঞ্জের ধোবড়া বাজারে রাস্তা পূনঃ সংস্কার কাজের উদ্বোধন করলেন এম পি গোলাম রাব্বানী

শনিবার :: ০৭.০৪.২০১৮

শিবগঞ্জ উপজেলার শাহবাজ ইউনিয়নের ধোবড়া বাজার হইতে পারদিলালপুর মুসলিমপুর পর্যন্ত ১০০০ মিটার রাস্তা পূনঃ সংস্কার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন পরবর্তী সময়ে ধোবড়া উচ্চ বিদ্যালয়ে অবসর প্রাপ্ত শিক্ষক কয়েশউদ্দীনের সভাপতিত্বে সুধী সমাবেস অনু্ষ্িঠত হয়। সমাবেসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যূগ্ম সাধারন সম্পদক জেনারুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেসতি, সোনামসজিদ শ্রমিক সমন্বয়ের সভাপতি সাদেকুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক সেনাউল মেম্বার, শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হকসহ অন্যান্যরা। শেষে এম পি গোলাম অত্র এলাকার বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা, গোরস্থানের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা এবং নতুন ৮০০ মিটার রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …