শুক্রবার :: ১০.০১.২০২০।
শিবগঞ্জের তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ৫৯ বিজিবি। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ছোট টাপপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিন মিয়া। ৫৯ বিজিবির পাঠানো প্রেসনোটে বলা হয়, গতকাল রাতে তেলকুপি বিওপির নায়েব সুবেদার জামিল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মতিন মিয়াকে ফেনসিডিলসহ আটক করা হয়। ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান অভিযানটি নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় জব্দ মালামালসহ আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।