শিবগঞ্জের জেএসসি ও এসএসসি জিপিএ প্রাপ্ত ৭৭ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান।

বুধবার ঃঃ ২৮.০৬.২০১৭
শিবগঞ্জের ধাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ৭৭ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ বিকেলে ইউপি চেয়ারম্যান আ.ক.ম তাবারিয়া চৌধুরীর সভাপতিতে.¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক জেন্টু, রানীনগর বিএল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইউপি পরিষদের সদস্যসহ অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, জেলার পাঁচ উপজেলার বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এ সম্মাননা দেয়া হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …