শিবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪১ জনের মনোনয়ন জমা।

রবিবার ঃঃ ১৯.০৩.২০১৭
আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদসহ ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন এরশাদ আলী বিশ্বাস। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ জানান, আজ বিকেলে চেয়ারম্যান পদে একজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জানান, কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২০ মার্চ, বাছাই ২১ মার্চ, প্রত্যাহার ২৮ মার্চ, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ এবং ১৬ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, এবার কানসাট ইউনিয়নে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩’শ ২ এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭’শ ৬৭ জন। ভোটাররা ১০ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …