শনিবার ঃঃ ২৮.০১.২০১৭
ছেলেমেয়েরা যেন আত্মঘাতী পথে পা না বাড়ায় সেজন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের ৫৭ তম কনভেনশন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। জঙ্গিবাদ নিয়ে সচেতন থাকার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যেন আত্মঘাতী পথে পা না বাড়ায়। তাদের মেধা আমাদের দেশের জন্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।