সোমবার :: ০২.১২.২০১৯।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মার্জিনা হক এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে কল্যাণী মহিলা সংসদের মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার খাদিজা বেগম, অধ্যাপক এনামুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবু, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট আনসার আলী, অধ্যক্ষ সাইদুর রহমান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদসহ অন্যান্যরা।