শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় ময়মনসিংহের সঞ্জীতা

শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করছেন বাংলাদেশের ময়মনসিংহের মেয়ে সঞ্জীতা ভট্টাচার্য। তবে তিনি জন্মসূত্রে বাঙালি, দিল্লিতে বড় হয়েছেন। কিন্তু সঞ্জীতা নিজেকে প্রবাসী বাঙালি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জানা গেছে, তার বাবা কলকাতার, মা ময়মনসিংহের।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি সংবাদে জানা যায়, ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট ছোট কিছু চরিত্রের পর এবার সঞ্জীতাকে সিনেমায় দেখা যাবে। নতুন এ যাত্রা নিয়ে উচ্ছ্বসিত তিনি। সঞ্জীতা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু মোটেই বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমায় অভিনয়ের সুযোগ প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ২০২১ সালের জুলাইতে নেটফ্লিক্সে আমার প্রথম সিরিজ ‘ফিলস লাইক ইশক’ মুক্তি পেয়েছিল। তার এক মাস পরেই অর্থাৎ আগস্টে ‘জাওয়ান’ সিনেমাটিতে অভিনয়ের জন্য ফোন পাই। করোনা মহামারির সময়েই। আমি জানি না তারা কীভাবে আমাকে খুঁজে পেয়েছিলেন। তবে আমাকে অডিশন দিতে হয়েছিল।

এ প্রসঙ্গে শাহরুখ-নয়নতারাকে নিয়ে তার ভাষ্য, আমি ভীষণই লাকি! শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তার থেকে বিনম্রতা শিখতে হয়। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনো রকম অভিযোগ না করে পরিশ্রম করা- এই শিক্ষাগুলোই ‘জাওয়ান’-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওনা।

এদিকে‘জাওয়ান’ সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সঞ্জীতা বলেন, বলিউডে এত দিন নায়িকা শুধু নায়কের ছায়া হয়েই পর্দায় থেকেছে। কোনো সিরিজ বা সিনেমার সেটে অভিনেত্রী হিসাবে যখন আমার নিজস্ব একটা ভূমিকা থাকে, যেটা ছবির নায়কের মুখাপেক্ষী নয়— তখন সেখানে কাজ করাটা অনেক বেশি উপভোগ করা যায়। তার উপর ‘জাওয়ান’-এর সেটে এত জন অভিনেত্রী, ছবির ক্রুয়ের সদস্যরাও তখন সবাইকে তাদের প্রাপ্য সম্মান দেন।

সঞ্জীতা আরও বলেন, এত দিনে দেশে এমন সিনেমা তৈরি হচ্ছে যেখানে নারীদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলা হচ্ছে। নারী পরিচালক, নারী কলাকুশলীরা কাজ করছেন। ‘জাওয়ান’ ভীষণভাবে নারীকেন্দ্রিক সিনেমা। এই সিনেমার মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব খুশি যে, এটা একটা প্যান-ইন্ডিয়া ফিল্ম হিসাবে মুক্তি পাচ্ছে। সত্যিই এই সিনেমাটি সব বয়সের দর্শকের জন্য তৈরি।

আসছে ৭ সেপ্টেম্বর শাহরুখ অভিনীত আলোচিত সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাচ্ছে । সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণিসহ আরও অনেকে। সিনেমাটির জন্য শাহরুখ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top