মঙ্গলবার::০৬.১২.২০১৬
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে সকালে পূষ্পমাল্য অর্পণ এবং পরে সোনামসজিদ প্রাঙ্গনে বীর শ্রেষ্ঠের মাজারসহ মেজর নাজমুল হকের মাজার জিয়ারত, পূষ্পমাল্য অর্পন, গণকবর জিয়ারাত, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক ফটো গ্যালারী শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। অপর দিকে বিজয় দিবস উপলক্ষে অন্যান্য কর্মসূচির পাশাপাশি শাহ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। আজ বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মুখলেসুর রহমান আকন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মার্যাদায় পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।