শততম টেস্টে আশাবাদী বাংলাদেশ।

রবিবার ঃঃ ১২.০৩.২০১৭
বাংলাদেশ ক্রিকেট দল এরই মধ্যে ৯৯তম টেস্ট খেলে ফেলেছে। শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা। আগামী ১৫ মার্চ কলম্বোতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে নিজেদের টেস্ট ‘সেঞ্চুরি’র ম্যাচে মাঠে নামছে মুশফিক বাহিনী। আর এ টেস্ট ম্যাচটিকে ‘স্মরণীয়’ করে রাখতে বাড়তি প্রেরণাও কাজ করছে খেলোয়াড়দের মধ্যে। মাঠের লড়াইয়ে সে প্রেরণা কতটা কাজ করবে, সেটি দেখার জন্য দর্শকরাও মুখিয়ে রয়েছেন। তবে শততম ম্যাচে মাঠে নামার পূর্বে আগের ম্যাচের ফলাফলটা ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ম দিনেই ২৫৯ রানের হতাশাজনক পরাজয় ‘গলার কাঁটা’ হিসাবে বিঁধে রয়েছে। শততম ম্যাচে গলার সে কাঁটাটা উপড়ে ফেলার মিশনে এবার টাইগার।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …