
অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না এই ওপেনার। বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাতে তামিমের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, তামিমকে বলা হয়েছে দুই সপ্তাহ কমপ্লিট রেস্ট। এরপর আরও এক সপ্তাহ আছে। এখানে ছোটখাট রিহ্যাব করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, এখানের পর আরও দুই সপ্তাহ তাকে প্রপার নেটে অনুশীলন করার মতো ফিট হতে লাগবে। ওই সময়ে তো আমাদের দল এশিয়া কাপে চলে যাবে। তাই বিসিবি প্রধান থেকে শুরু করে চিকিৎসক সবাই একমত হয়েছে যে তামিমকে এশিয়া কাপে খেলানো সম্ভব হচ্ছে না। তামিম যেহেতু এশিয়া কাপে থাকছে না তামিম তাই অধিনায়কও থাকছে না।