শনিবার ঃঃ ১৮.০৩.২০১৭
মুশফিকদের অপেক্ষার পালাটা একটু দীর্ঘ হলো। ১৯০ রানে ৬ উইকেট হারানোর পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দাপটে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গড়ালো পঞ্চম দিন পর্যন্ত। ৩টি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। রানের চাইতেও এখন সময় কাটাতে চাচ্ছে শ্রীলঙ্কা। যাতে তাদেরকে সফলই বলা যায়। ৯ম উইকেটে লড়ে চলছেন দিলরুয়ান পেরেরা এবং সুরিন্দ্রা লাকমল। চতুর্থ দিন শেষে তাদের দলীয় রান ৮ উইকেটে ২৬৮। টাইগারদের বিপক্ষে তাদের লিড হয়েছে ১৩৯ রানের।