বৃহস্পতিবার :: ২৮.১১.২০১৯।।
পৃথক ঘটনায় লিবিয়ায় নিহত তিন বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়। নিহত তিনজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বাবুল হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এরশাদ, নাটোরের লালপুর উপজেলার নজর”ল ইসলাম। তিনজনের মধ্যে বাবুল ড্রোন হামলায়, এরশাদ বিদ্যুৎস্পৃষ্টে এবং নজর”ল বন্দুকযুদ্ধে নিহত হন। একই সঙ্গে ওই দেশ থেকে ফিরেছে আরো ১৫২ জন বাংলাদেশি। এর মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।