
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে যখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া, তখন ড্রেসিংরুমে বসে ঘুম দিয়েছিলেন মানার্স লাবুশানে। সেই দৃশ্য নিয়ে অনেক রসিকতা হয়েছে। ঘটনাটি ঘটেছিল লন্ডনের ‘দ্য ওভাল’-এর ড্রেসিংরুমে। এবার অ্যাশেজের পঞ্চম টেস্টেও একই ভেন্যুতে ঘটল একই ঘটনা! শুধু লাবুশানের বদলে ঘুম দিলেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। গতকাল অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনেই এই ঘটনা ঘটেছে। ইংল্যান্ডকে ২৮৩ রানে অল-আউট করে সেদিনই প্রথম ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া। তাদের ইনিংস শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা যায়, মাথায় তোয়ালে চাপা দিয়ে ড্রেসিংরুমে বসে ঘুমোচ্ছেন এই সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ। মুহূর্তেই এই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। চলছে হাস্যরসের ঝড়। ক্রিকেটপ্রেমীদের অনেকেই বেশ মজা করছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও কম যায় না। তারা লাবুশানে এবং স্মিথের ঘুমের ছবি যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে, ‘ওভালের ড্রেসিংরুমে অবশ্যই কিছু একটা আছে!’ আগেরবার লাবুশানে তার ঘুমের কারণ নিয়ে বলেছিলেন যে, সারাক্ষণ খেলা দেখা সম্ভব নয়; তাই তিনি চোখ দুটিকে একটু বিশ্রাম দিচ্ছিলেন। এবার এখন পর্যন্ত স্মিথের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রথম দিন শেষে ১ উইকেটে ৬১ রান তোলা অস্ট্রেলিয়া ভালো অবস্থানে আছে। সে কারণেই কি নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিলেন স্মিথ?