র‌্যালী পথসভার মধ্য দিয়ে জেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

শনিবার ঃঃ ১০.১২.২০১৬
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের সেন্টু মার্কেটের সামনে এই র্যালী ও পথসভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখাসহ নবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা শাখা। সংস্থার জেলা কমিটির সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, অধ্যক্ষ ড. এমরান হোসেন, অধ্যাপক আলী আফজাল আজীজী, ডাঃ আল মোতাসিম বিল্লা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীরসহ অন্যান্যরা।
এদিকে, নাচোলেও আর্šÍজাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস এর উদ্যোগে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে মানবাধিকার দিবস পালিত হয়। উপজেলা পরিষদের আদিবাসী একাডেমী প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, নাচোল সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোকবুল হোসেনসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …