র‌্যাবের অভিযানে হেরোইনসহ ১ জন আটক

শনিবার :: ০৭.০৪.২০১৮

জেলার সদর থানার বারঘরিয়া হালদারপাড়ার সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করে ২শ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোনসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলী গ্রামের আব্দুল রাকিবের ছেলে মাসুদ রানা। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, আজ বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ঐ এলাকায় কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র‌্যাব ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মাসুদ রানাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৫

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …