
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আটক হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়াগাঁ দেবীনগর এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে মিঠুন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গতকাল রাতে র্যাবের একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট হরিপুর মহিলা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মিঠুনকে আটক করা হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।