বৃহস্পতিবার :: ১৯.০৪.২০১৮
শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বাজার থেকে শিংনগর বিওপিগামী সাহাপাড়া মুন্সিপাড়া মসজিদের দক্ষিণ পার্শে¦ কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ জনকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার তারাপুর মন্ডলপুর গ্রামের মর্তূজা মাস্টারের ছেলে আহসান হাবিব। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গতকাল রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তার কাছে থাকা ১ টি বিদেশী পিস্তল, ২ টি পিস্তলের ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।