সোমবার :: ২৬.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো-বরগুনা জেলার আমতলী কড়ইবুনিয়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রাকিব ইসলাম ও নারায়ণগঞ্জের ফতুল্লা বামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮টায় দিকে র্যাবের সদস্যরা ঐ এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-৫।