বৃহস্পতিবার :: ২৮.০৯.২০১৭
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরো ৬০ লাখ ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থাকে প্রদান করছে যুক্তরাষ্ট্র। এই তহবিল ডাব্লিউএফপিকে চলতি বছরের শুরুতে দেয়া ১০ লক্ষ ডলারের সাথে যুক্ত হল। এই সহায়তা খাদ্য বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিবে বলে আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।