রোহিঙ্গা বিষয়ে মিয়ানমার সেনাপ্রধানের মন্তব্যের সমালোচনা জাতিসংঘ মহাসচিবের

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধানের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। দেশটির অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোন মিল নেই বলে সেনাপ্রধান বক্তব্য দেয়ার পর তিনি এ সমালোচনা করলেন। এএফপির খবরে গুতেরেস বলেন, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি ‘স্তম্ভিত’। জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহবান জানান। গতকাল মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে মিন রোহিঙ্গাদের ‘বাঙ্গালী’ হিসেবে উল্লেখ করেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …