বুধবার :: ০৪.১০.২০১৭
রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ বিকেলে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে উদীচীর সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি নঈমুল বারী, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, চাঁপাইনবাবগঞ্জে ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক আবু হাসিবসহ অন্যান্যরা। বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যা কান্ড একটি বর্বরোচিত ঘটনা। নিরাপদে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করার দাবি জানান বক্তারা।