শনিবার :: ০৩.০৩.২০১৮
রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা লিসা কার্টিস বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কাজ করা হবে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনেও। সে লক্ষ্যে মার্কিন সরকারের হয়ে আমি বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে এসেছি। আজ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ট্রানজিট ক্যাম্পে তিনি এসব কথা বলেন। ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিঙ্গা সংকটে মানবিক সাড়া দেয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লিসা কার্টিস। এ সময় তিনি কফি আনান কমিশনের প্রস্তাব বাস্তবায়নের উপরও জোর দেন। ক্যাম্প পরিদর্শনকালে লিসা কার্টিসের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।