
আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কারণে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।