রেলের ক্ষতি করলে উপযুক্ত শাস্তি : প্রধানমন্ত্রী

রেলের বগি পুড়িয়ে দেওয়া, রেল লাইন উঠিয়ে ফেলার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার এই ধরনের কর্মকাণ্ড করলে ধরে ধরে শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, আমরা রাজনীতিতে বাধা দেব না, দিচ্ছি না। কিন্তু তারা কোনোরকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয়, মানুষের কোনও ক্ষতি সাধন করে- তারা কিন্তু ছাড় পাবে না। ‘সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে। একেবারে বেছে বেছে, ছেঁকে ছেঁকে ধরে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে; তারা মানুষের যদি কোনও ক্ষতি করে। এই আখাউড়া এলাকায় অনেক ক্ষতি করেছিল।’ এসময় কেউ যেন রেলের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, রেল এমন একটা চলাচল ব্যবস্থা, যেটা সাধারণ মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আর একইসঙ্গে অল্প খরচে অনেক বেশি পণ্যও পরিবহন করা যায়, যাত্রীও পরিবহন করা যায়। ‘আমাদের দুর্ভাগ্য হলো, বিএনপি ক্ষমতায় আসার পর এই রেল লাইন বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে রেল বন্ধ করবে কেন, রেল লাভজনক না লোকসান। কাজেই বিশ্ব ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। রেলের কর্মকর্তা-কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেয় কিন্তু তাদের পুরো টাকাও পরিশোধ করেনি। বিভিন্ন এলাকায় রেললাইন বন্ধ করে দেয়, সবই তারা বন্ধ করা শুরু করেছিল। ঠিক সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top