মঙ্গলবার :: ২০.০৩.২০১৮
আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট রেজিলেন্স ফান্ড জিসার্ফ এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত সোমাবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়িত পীস কনসোর্টিয়াম প্রকল্প পরিদর্শন করেছেন। এর এক এক ফাঁকে তাঁরা সদর উপজেলার বালুগ্রাম আর্দশ কলেজে রেডিও মহানন্দা শ্রোতা ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধি দলে ছিলেন, সুইজারল্যান্ডের ২ জন ও যুক্তরাজ্যের ৩জন প্রতিনিধি। তারা হলেন জিসার্ফের সিনিয়র গ্র্যান্টস অফিসার হেলেন ফিল্ডিং, লিলা স্কুমিতকি লোগান, যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সদস্য মিসেস সু ব্রিজ ও মি. ক্রিস ফিচার, এশিয়ার কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট রিজওন্যাল ডিরেক্টর ইয়েল। এছাড়াও রুপান্তরের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম খোকন, পিস কনসোর্টিয়ামের পরিচালক সাহাদাৎ হোসেন বাচ্চু, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, পিস প্রকল্পের এমএন্ডই অফিসার ফিরোজ আলম, সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, উপজেলা ফিল্ড অফিসার জহরুল হক, সেলিম রেজা ও রেডিও ফোকাল পার্সন রেজাউল করিম টুটুলসহ শ্রোতা ক্লাবের ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ টি উপজেলায় ৪৫ টি ইউনিয়নে উগ্রবাদী সহিংসতা প্রতিরোধে জনসম্পৃক্ত করণে বেসরকারী সংস্থা রুপান্তরের আর্থিক সহযোগিতায় পীস প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রেডিও মহানন্দায় সম্প্রচারিত সাপ্তাহিক ম্যাগাজিন শান্তি বার্তা অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের সাথে আলোচনা করেন তারা।