
২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় চাঁপাইনবাবগঞ্জের কমিউিনিটি রেডিও রেডিও মহানন্দা পরিদর্শন করেছেন বাংলাদেশ বেতার-রাজশাহীর কারিগরি কার্যক্রমের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ দুুপুরে পরিদর্শনের আগে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে রেডিও মহানন্দার সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয় প্রতিনিধি দলটি। পরে রেডিও মহানন্দার অনএয়ার ও রেকর্ডিং স্টুডিও ঘুরে দেখেন।
বাংলাদেশ বেতার-রাজশাহীর প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ বেতার-রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী সুদীপ্ত শেখর নাগ ও মাসুম কবির, সহকারী বেতার প্রকৌশলী সামী হাসান, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন ও শামস-আল-আরেফীন, আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ, এসিপি সুপারভাইজার তারিকুল ইসলাম ও ইকুইপমেন্ট অ্যাটেনডেন্ট আতিকুল ইসলাম।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ রেডিও মহানন্দার কর্মীবৃন্দ।
বিকেলে প্রতিনিধি দলটি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন করেন এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় গান, নৃত্য ও গম্ভীরা উপভোগ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের সহকারী ব্যবস্থাপক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) জাকির হোসেন, ইউনিট-১ এর ব্যবস্থাপক ওজিউর রহমান, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার আহম্মেদ সিদ্দিক ফ্রান্সসহ পিএফটিআইয়ের কর্মীবৃন্দ।
পরে আমারকে অবস্থিত প্রয়াসের টার্কির প্যারেন্টস স্টক ও ভেড়ার ব্রিডিং খামার পরিদর্শন করে প্রতিনিধি দলটি। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল ও খামার টেকনিশিয়ান আব্দুল্লাহ আল ইমাম খামারে থাকা গাড়ল, দুম্বা, হাঁস, ড্রাগন ফলের বাগান ও পুকুরে চাষ করা মুক্তা দেখান।