রবিবার :: ০৪.০৩.২০১৮
রেডিও মহানন্দা পরিদর্শন করেছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। আজ বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পালশায় অবস্থিত রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যান্যরা। এসময় তিনি রেডিও মহানন্দার দেশ ও দেশের বাইরে থেকে আসা অতিথিদের নিয়ে অনুষ্ঠান “কাছে থেকো বন্ধু” অনুষ্ঠানের রেকর্ডিং দেন। শেষে রেডিও মহানন্দার পরিদর্শন বহিতে সাক্ষর করেন।