রেডিও মহানন্দায় ঈদ উপলক্ষে ৭দিন ব্যাপি অনুষ্ঠানসূচি।

রবিবার ঃঃ ২৫.০৬.২০১৭
চাঁপাই নবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দায় শ্রোতাদের জন্য সাজানে হয়েছে ৭দিন ব্যাপি অনুষ্ঠান মালা। রেডিও মহানন্দার শ্রোতা ক্লাবের শ্রোতাদের নিয়ে ঈদের অনুভূতি বিনিময় নিয়ে ৭ দিন ব্যাপী অনুষ্ঠান তোমার জন্য আয়োজন প্রতিদিন বিকেল ৪:০০টায়, চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গীত নিয়ে অনুষ্ঠান মধুমাখা গীত শুনবেন বিকেল ৫ টায়, ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে অনুষ্ঠান নানা-নাতীর ঈদ সন্ধ্যা শুনবেন বিকেল ৫টা ৩০ মিনিটে, ঐতিহ্যবাহী কিচ্ছা কাহিনী নিয়ে ৭ পর্বের অনুষ্ঠান সাত সমুদ্দর তের নদী থাকছে সন্ধ্যা ৬টায়, ভালবাসার ছোট গল্প নিয়ে নাটক অজ্ঞাতে ঝরে যাব শুবেন সন্ধ্যা ৭টায়, লগড়্যা ৫ ফোড়ং টিমের বিশেষ অনুষ্ঠান স্থানীয় ভাষায় রঙ্গরস, আনন্দ বিষয়ক অনুষ্ঠান শুনবেন ৭টা ৪৫ মিনিটে। ঈদের ২য় দিন রঙ্গরস ও নাট্য বিষয়ক অনুষ্ঠান আজব ময়না থাকছে বিকেল ৫ টায়, ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে অনুষ্ঠান নানী-নাতনীর ঈদ সন্ধ্যা শুনবেন বিকেল ৫টা ৩০ মিনিটে, চাঁপাই নবাবগঞ্জের শিল্পীদের নিয়ে ৬ দিন ব্যাপী অনুষ্ঠান ঈদ আনন্দে কিছুক্ষন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ঈদের ৩য় দিন রঙ্গরস, আনন্দ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান রং বেরং শুনতে পাবেন বিকেল ৫টায়, শিশুদের ঈদ আনন্দ নিয়ে সাজানো অনুষ্ঠান চাঁদের হাসি স্পেশাল শুনবেন ৫টা ৩০ মিনিটে। ঈদের ৪র্থ দিন দুই পর্বে ঐতিহ্যবাহী লোকনাট্য আলকাপ গানের অনুষ্ঠান রসগোল্লা থাকছে বিকেল ৫টায়, ঈদের ৬ষ্ঠ দিন দুই পর্বে ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ অনুষ্ঠান তর্কে বিতর্কে ঈদ আনন্দ বিকেল ৫টায়। অনুষ্ঠানগুলো শুনতে থাকুন রেডিও মহানন্দার সাথে।

এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে রেডিও মহানন্দার সংবাদ ভিত্তিক আয়োজন “আজকের চাঁপাই নবাবগঞ্জ” বিকেল সাড়ে ৫টার পরিবর্তে ঈদের দিন থেকে পুর্বের সময় সন্ধ্যা সাড়ে ছয়টা সম্প্রচারিত হবে। এছাড়াও বিকেল সাড়ে ৩, সাড়ে ৯ ও সাড়ে ১১টায় খবর যথাসময়ে সম্প্রচারিত হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …