বৃহস্পতিবার ঃঃ ০২.০২.২০১৭
রেডিও মহানন্দার স্টেশন পরিদর্শন করলেন নেদারল্যান্ডস ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড-এর দুই জন প্রতিনিধি ও বিএনএনআরসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামারুজ্জামান। আজ সকালে জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে রেডিও মহানন্দার কর্মীদের সাথে মত বিনিময় করেন এম এস এ্যানেলিস ও মি. ব্রাম। এসময় উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সিনিয়র সহকারি স্টেশন ম্যানেজার মু. তাকিউর রহমান, সহকারি স্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারীসহ রেডিও মহানন্দার কর্মী, ফেলো, স্বেচ্ছাসেবকবৃন্দ। এরপর বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে রেডিও মহানন্দার শ্রোতাক্লাব পরিদর্শন করেন তারা। পরে গোবরাতলা ইউনিয়নের চাঁপাই পলশায় অবস্থিত রেডিও মহানন্দার মূল স্টেশন পরিদর্শন করেন এবং প্রয়াস ফোক থিয়েটার ইন্সিটিটিউডের পরিবেশনায় গম্ভীরা ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এছাড়া কমিউনিটি মিডিয়ার অংশ হিসেবে দৈনিক গৌড় বাংলার কার্যালয় পরিদর্শন করেন।